ফিলিস্তিনিদের সমর্থনে এমা ওয়াটসন, ক্ষুব্ধ জাতিসঙ্ঘের ইসরাইলি দূত

0

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন হ্যারি পটার তারকা এমা ওয়াটসন। সোমবার হারমায়োনি গ্রেঞ্জার খ্যাত ব্রিটিশ এই অভিনেত্রীর পোস্টের জেরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘে ইসরাইলের দূত গিলাদ এরদান।

এমা ওয়াটসন তার পোস্টে ফিলিস্তিনিদের পক্ষে এক র‌্যালির ছবি পোস্ট করেন। ছবিটির মাঝখানে পেপার কাটিংয়ের মাধ্যমে লেখা ছিলো, ‘সংহতি এক ক্রিয়াপদ।’

ছবির ক্যাপশনে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নারীবাদী কর্মী সারা আহমদকে উদ্ধৃত করে তিনি লিখেন, ‘সংহতির অর্থ এমন নয় যে আমাদের সংগ্রাম একই হবে বা আমাদের ব্যাথ্যাও একই হবে অথবা আমরা একই ভবিষ্যতের আশা করবো। সংহতির সাথে যুক্ত রয়েছে প্রতিশ্রুতি ও কাজ। একই সাথে তাতে যুক্ত আছে স্বীকৃতি যদিও আমরা একই প্রকার অনুভব করতে না পারি বা একই জীবনযাত্রা নির্বাহ না করি বা সাদৃশ্যপূর্ণ অবস্থার একই শরীর আমাদের না থাকে।’

এমা ওয়াটসনের এই পোস্টের কিছু সময় পরেই জাতিসঙ্ঘে ইসরাইলের দূত গিলাদ এরদান এর সমালোচনা করে এক টুইট করেন।

ওই টুইটবার্তায় এমা ওয়াটসনের ইনস্টাগ্রামের ছবিটি যুক্ত করে তিনি লিখেন, ‘হ্যারি পটারেই হয়তো কল্পকাহিনী কাজ করতে পারে কিন্তু এর সাথে বাস্তবের কোনো যোগ নেই। যদি তা হতো, তবে জাদুকরের রাজ্যের জাদু ব্যবহার করেই হামাস (যারা নারী নিপীড়ন করে ও ইসরাইলের উচ্ছেদ চায়) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (যারা সন্ত্রাস সমর্থন করে) দুর্বৃত্তপনা বিলীন করা যেতো। আমিও এর পক্ষে থাকতাম!’

এদিকে জাতিসঙ্ঘে ইসরাইলের সাবেক দূত ড্যানি ডেনন এক টুইট বার্তায় এমা ওয়াটসনের প্রতি ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগ করেছেন।

টুইট বার্তায় এমা ওয়াটসনকে উল্লেখ করে তিনি লিখেন, ‘ইহুদিবিদ্বেষের জন্য গ্রিফেন্ডর থেকে ১০ পয়েন্ট কাটা হলো।’

হ্যারি পটার সিরিজে জাদু শিক্ষাকেন্দ্র হোগওয়ার্টস স্কুলের শিক্ষার্থীদের চার আবাসিক হাউজের মধ্যে গ্রিফেন্ডর হাউজে হ্যারির সাথেই তার বন্ধু হারমায়োনি ও রন থাকতো। কোনো শিক্ষার্থীর অসদাচরণে সংশ্লিষ্ট হাউজ থেকে পয়েন্ট কেটে নিতেন শিক্ষকরা। অপরদিকে শিক্ষার্থীদের কোনো সাফল্যের জন্য সংশ্লিষ্ট হাউজে পয়েন্ট যোগ করা হতো। বছর শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া হাউজকে পুরস্কৃত করা হতো।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এমা ওয়াটসনের ইনস্টাগ্রাম পোস্টের সমর্থন করেছেন নেটিজেনরা।

ফিলিস্তিনি অধিকারকর্মী মোহাম্মদ আল-কুর্দ এক টুইটবার্তায় এমা ওয়াটসনের পোস্টের ছবি যুক্ত করে লিখেন, ‘এমা ওয়াটসন যা করেছেন, তা শুধু সামান্য এক বিবৃতি। আর তাতেই সারাবিশ্বের সব জায়নবাদীরা পাগল হয়ে গেছে। চরম হাস্যকর।’

অপরদিকে ব্রিটিশ সাংবাদিক ও আপফ্রন্ট খ্যাত আলজাজিরার সাবেক উপস্থাপক মেহদি হাসান তার টুইটবার্তায় বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য এমা ওয়াটসনকে জাতিসঙ্ঘে ইসরাইলের সাবেক দূত ইহুদিবিদ্বেষী বললেন। কৌতুকেরও অতীত।’

এমা ওয়াটসনের ইনস্টাগ্রামের এই পোস্টটি বর্তমানে নয় লাখ ৩৩ হাজারের বেশি লাইক করা হয়েছে। অপরদিকে ৮১ হাজার সাত শ’র বেশি কমেন্ট করা হয়েছে এই পোস্টে।

৩১ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেত্রী নারী অধিকার ও শিক্ষা নিয়ে বিভিন্ন সময়ই সরব ভূমিকা রেখে এসেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক সমস্যার বিষয়ে তার ভূমিকার জন্য ২০১৪ সালে এমা ওয়াটসন জাতিসঙ্ঘের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সূত্র : মিডল ইস্ট আই

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com