সম্পর্ক ঠিক করতে সৌদি যাচ্ছেন এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসাবে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। আসছে ফেব্রুয়ারিতে এই সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট।

জানা গেছে, এক দশকের নানা টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক ঠিক করার উদ্যোগ নিচ্ছে দেশ দুটি। ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।

এর আগে, ২০২১ সালের এপ্রিল ও মে মাসে সৌদি বাদশা সালমানের সাথে দুই দেশের সম্পর্ক নিয়ে বৈঠক করেন এরদোয়ান। তার একমাস পর তুর্কি প্রেসিডেন্ট উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করেন।

এদিকে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রবিবার এক ফোনালাপে এই অঙ্গীকার করেন তারা। সূত্র : আল জাজিরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com