ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি কাসেম সোলাইমানিকে হত্যা করা প্রশ্নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তেহরানে এ কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন।
রায়িসি বলেন, “আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে।”
“অন্যথায়, আমি সকল মার্কিন নেতাকে বলব যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই,” যোগ করেন তিনি।
সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠান তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রায়িসি বক্তব্য দেওয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন।
রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায় এ স্মরণসভায় অংশ নেওয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।