বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অঙ্গীকার জরুরি: সামান্থা পাওয়ার

0

উন্নয়নের জন্য বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি’র প্রশাসক সামান্থা পাওয়ার। তিনি বলেন, বাংলাদেশের উন্নতি করাটা সহজ নয়। এটা করতে হলে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অব্যাহত অঙ্গীকার রাখা প্রয়োজন।

সামান্থা পাওয়ার বাইডেন প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা তিনি।

বাংলাদেশের উন্নতিতে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে সামান্থা বলেন, ‘বাংলাদেশের জনগণের সমাজে লড়াই করার সামর্থ্য এবং উদারতা দেশটিকে এই মাইলফলক থেকে পরবর্তী মাইলফলকে নিয়ে যাবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার রোববার ভিডিওটি টুইটারে শেয়ার করেন।

ঢাকার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। বাইডেন প্রশাসন মানবাধিকারের প্রতি অধিক গুরুত্ব আরোপ করছে। সম্প্রতি র‌্যাব এবং সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com