‘নৌকায় প্রকাশ্যে সিল মেরে দেখাতে হবে, নইলে এলাকায় ঢুকতে দেওয়া হবে না’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে সিল দিয়ে প্রকাশ্যে দেখাতে বলা এক প্রার্থী ভাইরাল হয়েছিলেন- সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদে। ‘নৌকায় সিল মেরে দেখাতে হবে, নইলে ঢুকতে দেওয়া হবে না’ বলে ঘোষণা দিয়েছিলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ। রোববার (২ জানুয়ারি) বিকেলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন নির্বাচন কর্মকর্তা। সোমবার (৩ জানুয়ারি) বিকেলের মধ্যেই তার লিখিত জবাব দেন ওই প্রার্থী।
এর আগে শুক্রবার (১ জানুয়ারি) রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বরে নির্বাচনী প্রচারণায় গিয়ে আবুল কালাম আজাদ এই ঘোষণা দেন।
ওই চেয়ারম্যান প্রার্থীর দেওয়া বক্তৃতার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে ওই প্রার্থী বলেন, ভোটকেন্দ্রে গেলে নৌকায় সিল মেরে দেখাতে হবে। নইলে ভোটের মাঠেই ঢুকতে দেওয়া হবে না। যদি তা না পারা যায়, তবে তাদের তালিকা করার জন্য কর্মীদের নির্দেশও দেন তিনি।