মে মাসের মধ্যে বিদায় নিতে পারে মহামারী: বিশেষজ্ঞ

0

করোনভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও টিকাদান প্রয়াসের ফলে চলতি বছরের মে মাসের মধ্যে মহামারী বিদায় নিতে পারে।

মহামারী বিশেষজ্ঞ ও রাশিয়ার সাবেক প্রধান স্বাস্থ্যবিষয়ক চিকিৎসা কর্মকর্তা গেনাডি ওনিশ্চেনকো বার্তা সংস্থা তাস-কে এমনটাই বলেছেন।

তিনি বলেন, ‘মে মাস পর্যন্ত অনেক দীর্ঘ সময়। এখন যা প্রয়োজন আমরা যদি তা করি, তাহলে ততদিনে ভাইরাসটি অন্তত নিয়ন্ত্রণে চলে আসবে। ইতোমধ্যেই এটির সংক্রমন হ্রাস পাচ্ছে।’

এই বিশেষজ্ঞের মতে, ভ্যাকসিন তৈরি করা হয়েছে। তাই এখন করোনভাইরাস সংক্রমণের বিরুদ্ধে আতঙ্কিত হওয়ার বা কাজবিহীন দিন চালু করার আর কোনো কারণ নেই। টিকা দেওয়ার দিকেই মনোনিবেশ করা প্রয়োজন।

রুশ এই বিশেষজ্ঞ এমন সময় এই আশার বাণী শোনালেন যখন করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বে রীতিমতো সংক্রমণের সুনামি বয়ে যাচ্ছে। দৈনিক সংক্রমণ গিয়ে ঠেকেছে ১৯ লাখে।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ লাখ ৩৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯৭ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com