সিটি করপোরেশন ঠিকাদারদের সিন্ডিকেটে পরিণত হয়েছে: তৈমূর

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

সোমবার (৩ জানুয়ারি) সকালে সিটির একরামপুর, নবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন তিনি।

এ সময়ে বিএনপি নেতাকর্মীদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হবে উল্লেখ করে তৈমূর আলম বলেন, জনগণ বনাম নৌকার মধ্যে নির্বাচন হচ্ছে। আমি যেমন বিএনপি তেমনি নারায়ণগঞ্জের বাসিন্দা। নারায়ণগঞ্জের মানুষের সুখ দুঃখের সঙ্গে আমি জড়িত।

তিনি বলেন, কালো টাকা সম্বন্ধে আমার ধারণা নেই। আমার স্লোগান হলো নিজের খেয়ে তৈমূর।

দুবারের মেয়র ও এবারের নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সম্বন্ধে তিনি বলেন, ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং টেক্স বাড়িয়েছে। পানি না দিয়েই দেড় লাখ টাকা করে নিয়েছে। জন্ম-নিবন্ধন জটিলতা ও টাকাও বেশি নিচ্ছে। নাগরিকরা সুবিধা পায়নি। সিটি করপোরেশন ঠিকাদারদের সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমরা বড় বড় প্রতিষ্ঠান চালিয়ে এসেছি। কোন ঠিকাদার আমার রুমে ঢুকতে পারেনি।

তৈমূর আলম নির্বাচন কমিশন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা বলেছেন নিরপেক্ষ থাকবে। তবে তা পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com