‘এটাই কি ইমরানের নতুন পাকিস্তান’, গাড়িতে গুলির দাবির পর প্রশ্ন সাবেক স্ত্রীর

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান রবিবার রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক ধরে তার গাড়িকে দাঁড় করিয়েও রাখা হয়। কোনোমতে অন্য গাড়িতে চেপে পালিয়ে প্রাণ বাঁচায়েছেন রেহাম। এমনটাই দাবি তার।

ঘটনার পরপরই আতঙ্কিত রেহাম টুইট করেন। লেখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’

তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার সাবেক স্বামী তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে। রেহাম লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান। কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’

২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন সাংবাদিক ও সাবেক টিভি সঞ্চালক রেহাম খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৫ সালে ৩০ অক্টোবর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com