নৌকার পোস্টার ঝুলিয়ে শিক্ষকের জমি দখলের অভিযোগ

0

রাজশাহীতে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এই প্রচারাভিযানের সুযোগকে কাজে লাগিয়ে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পোস্টার ঝুলিয়ে এক স্কুলশিক্ষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক মোয়াজ্জেম হোসেন। তিনি বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের স্কুল শিক্ষক। দেউলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার রয়েছে পৈত্রিক সম্পত্তি। সেখানে শিক্ষক মোয়াজ্জেম ও তার চাচার রয়েছে প্রায় ২৭ থেকে ২৮ শতক জমি। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

ভুক্তভোগী স্কুলশিক্ষকের অভিযোগ, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে জমি দখলের চেষ্টা করছে। ইতোমধ্য তারা প্রায় ২০ থেকে ২২ শতাংশ পেছনের জমি দখলে রেখেছেন। এখন সামনের প্রায় ৫ শতাংশের মতো জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছেন।

স্কুলশিক্ষকের ভাষ্য, জমির পাশে একটি শ্রমিক সংগঠনের কার্যালয় আছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল তার ওই জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন। এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে পুঁজি করে ওই চক্র পুণরায় তৎপর হয়ে উঠেছে। জমিটি দখলের জন্য ওই শ্রমিক সংগঠনকে ৫০ হাজার টাকাও দিয়েছে প্রভাবশালী একটি মহল।

তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর মানিক মণ্ডল, ইসরাইল হোসেন, ফজলুর রহমানসহ কয়েকজন তার বাস টার্মিনালের ওই জায়গায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনের ক্যাম্প স্থাপনের জন্য ঘিরে ফেলেন। প্রথমে বাঁশ ও কালো কাপড় দিয়ে ঘেরেন ওই জায়গাটি। পরে সেখানে আওয়ামী লীগ প্রার্থী লুৎফর রহমানের নৌকার পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকদিন আমার ভাগ্নীর বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় শামীম মীর নামের স্থানীয় এক যুবলীগের নেতা ওই স্থানে সিমেন্টের খুঁটি ও ওপরে ঢেউটিনের ছাউনি ঘর নির্মাণ করে। তাদের ঘর তোলা দেখে বাধা দিলে তারা ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com