‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না’

0

রাজশাহীর বানেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ঘোষণা দিয়েছেন, নৌকায় সিল না মারলে কাউকেই ভোট কেন্দ্রে ঢুকতে দেবেন না। কেউ নির্দেশ না মানলে তালিকা করে ব্যবস্থা নেয়া হবে। এমন হুমকিও দিয়েছেন তিনি।

শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় এমনই বক্তব্য দেন তিনি। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি ভোট বর্জন করেছে। উনারা ভোট বর্জন করার পরে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে বসে আছে। আসলেই তারা বিএনপির ঢাল। আপনারা খোঁজ রাখবেন, কার বাড়িতে স্বতন্ত্র প্রার্থী ঢুকছে। তার তালিকা করবেন।

নির্বাচনের পরে তার ব্যবস্থা নেব। যদি তারা ভোট কেন্দ্রে যায়, তাহলে সোজা কথা নৌকা দেখিয়ে সিল মেরে দিবেন। তাইলে ভোট দিতে দিবেন, নইলে ভোটের মাঠে ঢুকতে দিবেন না। যদি তাও না পারেন ওই ব্যক্তির তালিকা করবেন। আমি বানেশ্বরে তার ব্যবস্থা করবো।’

ভোটের আগে সরকারি দলের প্রার্থীর এমন বক্তব্যে এলাকায় আতংক সৃষ্টি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com