রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনের সেনা নিহত

0

ইউক্রেন জানিয়েছে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে তাদের একজন সেনা নিহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনে হামলা নিয়ে সতর্ক করার মধ্যে এই ঘটনা ঘটল।

ইউক্রেনের  সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, তাদের যৌথ বাহিনীর একজন সেনা সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গ্রেনেড লঞ্চার এবং ছোট অস্ত্র ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে তাদের একজন সেনা কিভাবে নিহত হয়েছেন বিবৃতিতে সেটা স্পষ্ট করে বলা হয়নি।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন। টেলিফোন আলাপে বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তারা কঠোর ব্যবস্থা নেবেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হাঁশিয়ারি দেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর সঙ্গে ইউক্রেনের উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে,  রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। পশ্চিমাদের আরও অভিযোগ, ক্রেমলিন ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের  ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমি জেলেনস্কির সঙ্গে রোববার টেলিফোনে আলাপ করার কথা রয়েছে।

নববর্ষের আগের এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করাই নতুন বছরে তার  ‘মূল লক্ষ্য’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com