ভারতের রাফালের জবাব দিতে চীনের যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

0

ফ্রান্স থেকে ভারতের সংগ্রহ করা রাফাল মোকাবিলায় চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। বৃহস্পতিবার রাওলপিন্ডিতে এ খবর জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। আগামী মার্চের মধ্যে মোট ২৫টি জে-১০সি অন্তর্ভুক্ত হচ্ছে পাকিস্তান বিমানবাহিনীতে।

চীন বরাবরই পাকিস্তানের মিত্র দেশ বলে পরিচিত। ফ্রান্সের কাছ থেকে ভারত ৩৬টি রাফাল কেনার পর থেকে কপালে ভাঁজ পড়েছিল ইসলামাবাদের। গত বছর চীনের সাথে যৌথ মহড়ায় অংশ নেয় পাকিস্তান। সেখানেই জে-১০সির কলাকৌশল প্রদর্শন করে চীন। তা দেখেই আকাশ-যুদ্ধে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে ২৫টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় ইমরানের সরকার।

রশিদ জানিয়েছে, ২৩ মার্চ পালিত হবে পাকিস্তান দিবস। হাজির থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট রাষ্ট্রনেতারা। সেদিনই যাতে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা যায়, তার চেষ্টা চলছে।
সূত্র : বর্তমান

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com