পুতিনের সঙ্গে ফোনালাপে যা বলবেন বাইডেন

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিফোন আলাপে মিলিত হবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিটে বাইডেন-পুতিনের ফোনালাপ অনুষ্ঠিত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় দুই নেতার মধ্যে টেলিফোনালাপ হবে।

ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা সমাবেশ কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা হ্রাসে দুই পরাশক্তির এটা সর্বশেষ প্রচেষ্টা।

এক মাসের মধ্যে দুই নেতার মধ্যে এটা হবে দ্বিতীয় ফোনালাপ। এর আগে ডিসেম্বরের শুরুতে পুতিনকে ফোন করেছিলেন বাইডেন। ইউক্রেনে মস্কো কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র জানিয়েছে, ইউক্রেন সঙ্কট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক পথ খুঁজছে।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে যদি, রাশিয়া ইউক্রেনে সামরিক পদক্ষেপ নেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com