নতুন আফগান সরকারকে স্বীকৃতি দিতে রাশিয়ার প্রতি তালেবানের আহ্বান
তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ওই সরকারের ডেপুপি তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ। একই সাথে আফগানিস্তানের জন্য মানবিক ত্রাণসাহায্য পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এজন্য মস্কোর কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি।
তালেবান এমন সময় আফগানিস্তানে তাদের সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানাল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া যায় কিনা সে বিষয়ে রাশিয়া তার আন্তর্জাতিক শরীকদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে।