জর্ডানে পার্লামেন্টের ভেতরেই হাতাহাতি
সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন মূলতবি করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায় যে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন।
এএফপি প্রতিবেদন থেকে জানা গেছে, স্পিকার আবদেলকারিম আল-দাগমি ও ডেপুটিদের মধ্যে তর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে এতে পক্ষে-বিপক্ষের সংসদ সদস্যরাও জড়িয়ে পড়েন।
জানা গেছে, সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে বিতর্কের এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনার পর স্পিকার বেরিয়ে গেলে বুধবার পর্যন্ত অধিবেশন মূলতবি করা হয়।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট