সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা ইসরাইলের
সিরিয়া থেকে দখলকরা গোলান মালভূমিতে আগামী ৫ বছরে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রোববার (২৬ ডিসেম্বর) ইহুদিদের অবৈধ এ দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইহুদিদের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, গোলান উপত্যকার মূল ইহুদি বসতি কাৎজরিনে ৭৩০০ আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। যার ফলে, ২৩ হাজারের বেশি ইহুদি অবৈধভাবে বসবাসের সুযোগ পাবে সেখানে। এলাকাটিতে বর্তমানে প্রায় ২০ হাজার দ্রুজ জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। যাদের প্রায় সবাই নিজেদের সিরীয় হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
১৯৬৭ সালের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান উপত্যকা দখল করে নেয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।