ন্যাটোকে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিল রাশিয়া
পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়া বলেছে, ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য ‘জীবন ও মৃত্যুর’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
তিনি বলেন, গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা আমাদের পদ্ধতিগত ভাবে প্রতারিত করে এসেছে। ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্বদিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে।
পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি ‘জীবন ও মৃত্যু’ হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রোসিয়া-১ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্বদিকে বিশেষ করে রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।
তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় এই জবাব দেয়ার সুযোগ রয়েছে এবং তা নির্ভর করছে আমাদের সামরিক বিশেষজ্ঞরা কোন কোন উপায় প্রস্তাব করেন তার ওপর। সূত্র : পার্সটুডে