চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ট্রুডোর
চীন পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ‘খেলাচ্ছে’ মন্তব্য করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চীন যেভাবে বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোকে নিয়ে খেলছে, তা ঠেকাতেই সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।
গ্লোবাল টেলিভিশনের দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন বলে শনিবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রুডো বলেন, পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে বাণিজ্যিক স্বার্থ কাজে লাগাচ্ছে চীন। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এ সুযোগে চীন বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগাচ্ছে। এর থেকে উত্তরণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চীন যেন আমাদের নিয়ে খেলতে না, বিভক্ত করতে না পারে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।