দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছি: এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তার দেশ আগের চেয়েও দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। শনিবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

শনিবার গাজিয়ানটেপ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কতগুলো উন্নয়ন অবকাঠামোর উদ্বোধন অনুষ্ঠানে রজব তাইয়েব এরদোগান বলেন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি ও বর্তমানের উদ্বৃত্ত অর্থের মাধ্যমে তিনি তুরস্কের সমৃদ্ধি আনায়ন করবেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা আগের চেয়েও দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছি।

তুর্কি কর্তৃপক্ষ দেশটির ৮১ শহরে বিশাল ও কার্যকর অবকাঠামো নির্মাণ করেছে। এর মাধ্যমে তুরস্ককে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রজব তাইয়েব এরদোগান বলেন, অর্থনৈতিক সম্ভবনা ও বিভিন্ন শিল্প-কারখানা নিয়ে গাজিয়ানটেপ অন্যতম সমৃদ্ধ নগরী। তুরস্ক তাদের উন্নয়নের জন্য যে সকল কর্মযজ্ঞ চালাচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ হলো গাজিয়ানটেপ। কারণ, আমরা গত ১৯ বছরে গাজিয়ানটেপে ৪৫ বিলিয়ন তুর্কি লিরা বিনিয়োগ করেছি।

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com