সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ হতাহত ৯

0

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাংলাদেশিসহ ৭ জন। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে সৌদি সরকার। শুক্রবার বিষয়টি জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা সৌদির নাগরিক। হতাহতদের বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। হামলার দায় স্বীকরে করেনি বিদ্রোহী গোষ্ঠীটি।

এর আগে শুক্রবার ইয়েমেনের সানায় হুতিদের সামরিক ক্যাম্পে বিমান হামলায় চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।

উল্লেখ্য,২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার,হাসপাতাল,জানাজার নামাজসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। আহত হয় আরও অনেকে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছছে ইয়েমেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com