ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন
ইসলামের অবমাননা বাকস্বাধীনতা নয়। ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতির লঙ্ঘন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুতিন বলেন, রাশিয়া বহু-জাতিগত এবং বহু-স্বীকৃতিমূলক একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের নাগরিকরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত। কিন্তু অন্য দেশগুলোতে এই সম্মানের অভাব রয়েছে।