আমেরিকার সঙ্গে আফগানিস্তানে যুদ্ধে জড়িয়ে নিজেদের ক্ষত তৈরি করেছে পাকিস্তান: ইমরান
তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানে আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়িয়ে নিজেদের জন্য পাকিস্তান ক্ষত তৈরি করেছে বলে মত প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, জনস্বার্থে না, শুধু ডলারের জন্যই আফগানিস্তানে আমেরিকার সঙ্গে যুদ্ধে শামিল হয়েছিল পাকিস্তান। যেটা ইসলামাবাদ নিজের জন্যই ক্ষত তৈরি করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ইমরান খান বলেন, এটা আমি খুব ভালো করেই জানি ওই সিদ্ধান্তের পিছনের কারণ। দুর্ভাগ্যের বিষয় হলো, পাক জনতার কথা কোনভাবেই বিবেচনায় আনা হয়নি।
তিনি বলেন, এই ২০ বছরের যুদ্ধে ৮০ হাজার মৃত্যু ও ১০০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পড়শি দেশ হিসেবে সেখানকার পরিস্থিতির মোকাবিলা করা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। এর প্রভাবে অনেক বড় সংকটে পড়তে পারে পাকিস্তান। আফগানিস্তানের তালেবানের ক্ষমতা পছন্দ বা অপছন্দ, যাই হোক না কেন, গোটা বিশ্বেরই উচিত সেদেশের ৪ কোটি মানুষের সমস্যার দিকে নজর দেওয়া।