পাকিস্তান ও চীনকে ভয় দেখাতে পাঞ্জাবে এস-৪০০ মোতায়েন করল ভারত
পাকিস্তান ও চীনকে ভয় দেখাতে পাঞ্জাব সেক্টরে রাশিয়া থেকে ক্রয় করা এস-৪০০ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত।
কয়েক সপ্তাহের মধ্যেই এ ব্যবস্থা সচল করার ঘোষণা দিয়েছে দেশটির বিমানবাহিনী।
ভারতের সংবাদ সংস্থা এএনআই বলছে, চীন ও পাকিস্তানের দিক থেকে আসা হুমকি প্রতিরোধে সক্ষম হবে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
বিশেষজ্ঞদের ধারণা, এ বছরের মধ্যেই প্রথম স্কোয়াড্রন সরবরাহের কাজ শেষ হবে। ৩৫ হাজার কোটি রুপি মূল্যের মোট পাঁচটি স্কোয়াড্রন ভারতকে দেবে রাশিয়া। এটি প্রায় ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম।