চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি আরব

0

চীনের প্রযুক্তিগত সহায়তায় সৌদি আরব নিজেদের ব্যালিস্টিক মিসাইল তৈরি করা শুরু করেছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে সিএনএন।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মার্কিন উপগ্রহের (স্যাটেলাইট) ছবি অনুসারে এটা বোঝা গেছে যে চীনের কাছ থেকে অস্ত্র কেনার পরিবর্তে সৌদি আরব নিজস্ব অস্ত্র তৈরি করতে যাচ্ছে।

কিন্তু শঙ্কা বিষয় হচ্ছে সৌদি আরবের এ ধরনের উদ্যোগ তার প্রতিদ্বন্দ্বী দেশ ইরানকে কী বার্তা দিবে। এর ফলে ক্ষেপণাস্ত্র (মিসাইল) কর্মসূচি ও পরমাণু আলোচনা নিয়ে পশ্চিমা চাপকে প্রত্যাখ্যান করে ইরান তাদের প্রকল্পগুলো এগিয়ে নিতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলো ইরানের এসব ক্ষেপণাস্ত্র ও পরমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগের নীতি অবলম্বন করেছিল।

মার্কিন উপগ্রহ থেকে তোলা ছবিগুলোতে দেখা গেছে, সৌদি আরব তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরি করার জন্য অবকাঠামো নির্মাণ করেছে এবং এসব মিসাইলের সক্ষমতা পরীক্ষার জন্য টেস্টিং সাইট তৈরি করেছে।

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com