বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলি, গুলিবিদ্ধ ২০

0

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে ২০ জন গুলিবিদ্ধ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, সমাবেশে নেতাকর্মীরা আসার পথে পুলিশ বাধা দেয়। এতে করে তাদের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সমাবেশ পণ্ড করার জন্য পুলিশ উসকানিমূলকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশের গুলি ও হামলায় অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

সাবেক চীফ হুইফ জয়নুল আবদিন ফারুকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, ছাত্রদল নেতা সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com