৪ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

0

যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। জিনজিয়াং ইস্যুতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের পর বেইজিং এই নিষেধাজ্ঞা জারি করলো। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনে কর্মরত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

মঙ্গলবার চীনের এই নিষেধাজ্ঞা জারিতে জিনজিয়াং ইস্যুতে উত্তেজনা আরও বৃদ্ধি পেলো। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলে জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। অ্যাক্টিভিস্টরা বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের ডাক দিয়েছেন। চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারওম্যান ও অপর তিন সদস্য চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। চীনে থাকা তাদের যে কোনও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন কর্মকর্তারা হলেন, কমিশনের চেয়ারওম্যান নাদিন মায়েনজা, ডেপুটি চেয়ারম্যান নুরি টুরকেল, সদস্য অনুরিমা বারগাভা ও জেমস কার।

চীনের এই চার মার্কিন কর্মকর্তার কোনও সম্পদ আছে কিনা তা সম্পর্কে নিশ্চিত করেননি মুখপাত্র ঝাও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com