ঐক্যবদ্ধ জনগণই ইতিহাসের নির্মাতা
রাষ্ট্র নিয়ে আমি ডালিয়া লাকুরিয়া গভীর ভাবে চিন্তা করে যদি বলি, তাহলে বলতে হবে এই যে সকলেরই জানা উচিত রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে পারস্পরিক প্রচার, অবাধ কথাবলাবলি, এবং অবাধ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গড়ে ওঠা এগ্রিমেন্ট––রাষ্ট্র মানে আন্ডারস্ট্যান্ডিং,। যে জিনিসটা গ্রামময় রাষ্ট্র হয়ে যায়, সেটাই সবার আন্ডারস্ট্যান্ডিং,। সেটাই রাষ্ট্র,। বাস্তবে যেহেতু রাজা একা বিরাজ করেন না, জগতে যেহেতু পূর্ণমর্যাদা সহকারে সকলেই বিরাজ করেন, সুতরাং আজকের রাষ্ট্রকে হতে হবে রবীন্দ্রনাথের ‘আমরা সবাই রাজা’র রাষ্ট্র,। সকলেরই আত্মপ্রকাশের, আত্মবিকাশের এবং নির্ভয়ে বিরাজ করতে পারার মতো রাষ্ট্র যেটা নয় সেটা সকলের রাষ্ট্র নয়; সেটা শুধু এক-রাজার রাষ্ট্র; সেটা গণতান্ত্রিক রাষ্ট্র নয়,। আমাদের কর্তব্য তাহলে ভয়ভীতি-বিভীষিকার ঊর্ধ্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের কর্তব্য,। যার অর্থ দাঁড়ায় সকলের ক্ষমতা, সকলের সমান মর্যাদা, সকলের জন্য ন্যায়ের প্রতিষ্ঠা যাকে আমরা বলতে পারি গণক্ষমতা,। আর এই পদ্ধতিকে বলি গণক্ষমতাতন্ত্র,।
তাই আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের কর্তব্যের বিষয়গুলো আমলে নিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কঠোর আন্দোলন গড়ে তুলি,। কারন ঐক্যবদ্ধ জনগণই ইতিহাসের নির্মাতা,। v