ন্যাটোকে পূর্ব ইউরোপে দেখতে চায় না রাশিয়া

0

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেন ও পূর্ব ইউরোপে কোনো সামরিক কর্মকাণ্ড চালাবে না, রাশিয়া এমন আইনি বাধ্যতামূলক নিশ্চয়তা চায় বলে জানিয়েছে মস্কো। ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে এবং ইউক্রেন সংকট নিরসনে তারা এ নিশ্চয়তা চেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক মাস ধরেই ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্তে রাশিয়ার ব্যাপক সৈন্য উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। ইউক্রেন আক্রমণ করতেই রাশিয়া এ সৈন্য সমাবেশ করেছে বলেও অনুমান তাদের।

অন্যদিকে মস্কো বলছে, ইউক্রেনে হানা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

রাশিয়ার চাওয়ার মধ্যে আছে ইউক্রেনকে কখনই ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে না, তার নিশ্চয়তা। আছে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়া এবং পোল্যান্ড ও বাল্টিক তিন দেশ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া থেকে ন্যাটোর বহুজাতিক বাহিনী প্রত্যাহারের কথাও। বাল্টিক এই তিন দেশ এক সময় সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। রাশিয়ার এসব দাবিদাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন জো বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com