নেতানিয়াহু মূলত ভণ্ডামির আড়ালে যুক্তরাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন: ট্রাম্প
এবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে নেতানিয়াহু কখনোই শান্তিচুক্তি চাননি। তিনি বরাবরই তাদের সঙ্গে ভণ্ডামি করেছেন।
সোমবার মার্কিন গণমাধ্যম এজিওক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনে মনেপ্রাণে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি মূলত ভণ্ডামির আড়ালে যুক্তরাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর পর থেকে ট্রাম্পের সমালোচনার মুখে পড়েন ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রী। এদিকে, ক্ষমতা হারানোর পর থেকে ভালো সময় যাচ্ছে না নেতানিয়াহুর। তার বিরুদ্ধে কয়েকটা মামলা চলমান রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।