গোয়ায় ভোট ভাগ নয়, বিজেপিকে রুখতে এসেছি: মমতা
ভারতের গোয়ায় নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা এখানে ভোট ভাগ করতে আসিনি। বিজেপিকে রুখতে এসেছি। বিজেপির বিকল্প হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা এখানে লড়ব, মরব, কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না।
সোমবার গোয়ায় দলের কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে মমতা বলেন, ”আমরা বিজেপির সঙ্গে লড়াই করি। আপনারা যদি মনে করেন, আমাদের জেতার সম্ভাবনা আছে, তাহলে পিছনে তাকাবেন না। আমাদের জেতান।”
এদিন, তৃণমূল কংগ্রেস বা টিএমসির নামের নতুন ব্যাখ্যা দিলেন মমতা। গোয়ায় গিয়ে মমতা বলেছেন, টিএমসি মানে ‘টেম্পল, মস্ক, চার্চ’। নিজের দলের সঙ্গে এভাবেই মন্দির-মসজিদ-গির্জাকে জুড়ে দিয়েছেন মমতা।
তিনি আরও বলেন, বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস এবং তাদের জোট। আমরা একসঙ্গে লড়াই করব। নারীশক্তির প্রসার ঘটাতে চাই। নারীরা আমাদের লক্ষ্মী সরস্বতী। গোয়ায় জিতলে প্ল্যানিং করে দেব। বাংলায় যেমন প্ল্যানিং করে দিয়েছি। বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে উঠে এসেছে। ৪০ শতাংশ বেরোজগারি কম করে দিয়েছি।
সূত্র: আনন্দবাজার।