ইসরাইল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল, আছে এবং থাকবে: ইরান
আবারও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা দিয়েছে ইরান।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, দখলদার ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।
সাঈদ খাতিবজাদে বলেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সকল স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।
তিনি বলেন, পবিত্র কুদস শরিফ বা বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম ক্বিবলা যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিম বিশ্ব কখনওই তাদের প্রথম ক্বিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না।
সূত্র: পার্সটুডে