ফের বাড়ছে পেঁয়াজের দাম, কেজি ১৮০

0

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর বাজারে নতুন পেঁয়াজ ওঠা ও আমদানিতে ভর করে দাম কিছুটা নাগালের মধ্যে আসার কয়েক দিনের মধ্যেই আবার চড়েছে এই খাদ্যপণ্যের দাম।

শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারে খুচরায় দেশি নতুন পেঁয়াজের কেজি ১৮০ টাকা রাখা হচ্ছে, যা গত সপ্তাহে ১০০-১১০ টাকা ছিল। ফের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে বৃষ্টির অজুহাত দিয়েছেন ব্যবসায়ীরা।

তাদের দাবি, শীত মওসুমে সারা দেশে আকস্মিক বৃষ্টিপাত শুরু হওয়ায় হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, যাতে দাম বাড়ছে। আর ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও সরকারের দায়িত্বহীনতায়ই বাড়ছে দাম। 

রাজধানীর রামপুরা কাঁচা বাজারে এক ক্রেতা জানান, বৃহস্পতিবার সকালে এ বাজারে পেঁয়াজের মূল্য ছিল ১১০ টাকা, আরও দাম কমবে সেই অপেক্ষায় গতকাল কেনা হয়নি, কিন্তু আজ সে পেঁয়াজ কিনতে হচ্ছে ১৮০ টাকায়। অস্বাভাবিক এ মূল্য বৃদ্ধির পেছনে কারা তা খুঁজে বের করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা এ ক্রেতার। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com