ট্রেনে সিট ধরাকে কেন্দ্র করে চবি ছাত্রকে ছাত্রলীগের মারধর

0

চবির শাটল ট্রেনে বন্ধুর জন্য সিট ধরাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ভারী বস্তু দিয়ে এক ছাত্রের মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।

বটতলীগামী দুপুর দেড়টার ট্রেনটি সোমবার (১৩ ডিসেম্বর) ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

মারধরকারী সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলে জানা গেছে। এদের মধ্যে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আকিব জাভেদ ও একই শিক্ষাবর্ষের ফারসি বিভাগের আনিসের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার শাটল ট্রেনে আনিস নামের এক ছাত্র তার বন্ধুর জন্য সিট ধরেন। সেখানে এক ছাত্রী বসতে চান। শাটলে অন্য কারো জন্য সিট ধরার নিয়ম নেই জানিয়ে সুজিত ওই ছাত্রীর পক্ষ নিয়ে আনিসকে বোঝান। এসময় ট্রেন ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে কয়েকজন আনিসকে ধাক্কা দিয়ে বগি থেকে ফেলে দেন। পরে আনিস তার বন্ধুদের ডেকে ক্যান্টনমেন্ট স্টেশনে সুজিতকে আঘাত করেন।

আহত থাকায় সুজিত চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমি ঘটনাটি এখনও পুরোপুরি জানি না। সন্ধ্যা থেকেই একটু একটু শুনছি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হওয়ায় আজকের দেড়টার শাটল প্রায় এক ঘণ্টা দেরি করেছে। তবে ঘটনাটা সম্পূর্ণ জানি না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com