হত্যা ও গুমের মাধ্যমে দেশে নারকীয় অবস্থা তৈরী করেছে সরকার: সালাম
‘বাংলাদেশের কর্মকর্তাদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপে গোটা জাতি কলঙ্কিত। এই ভোটারবিহীন অবৈধ সরকার সারা বাংলাদেশে বিগত বছরগুলোতে সরকারবিরোধী মতকে দমন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হত্যা ও গুমের মাধ্যমে দেশে নারকীয় অবস্থা তৈরী করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ (১২ ডিসেম্বর) রবিবার বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নয়াপল্টনস্থ ভাসানী ভবন কার্যালয়ে হাজারীবাগ থানাধীন ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড এবং কলাবাগান থানাধীন ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।
তিনি বলেন, আমরা সরকারকে বারবার সতর্ক করেছি আইন শৃঙ্খলা বাহিনীকে এভাবে দলীয় কাজে ব্যবহারের বিরুদ্ধে। আজ আইন শৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছ ব্যবহারের অবধারিত ফলাফল এই নিষেধাজ্ঞা। আবদুস সালাম বলেন, অবৈধ ও ফ্যাসিষ্ট বর্তমান সরকারের এখনো বোধোদয় হয়নি-তারা ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার অনাকাঙ্খিত কিছু ঘটলে তার দায় এই সরকারকে বহন করতে হবে বলে আবদুস সালাম হুঁশিয়ারী উচ্চারণ করেন।
ওয়ার্ড কমিটি সমূহ পূণর্গঠনের লক্ষ্যে গঠিত টীম-৪ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য কে এম জোবায়ের এজাজ, আব্দুল আজিজ, আবুল খায়ের লিটনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, আওয়ামী দুঃশাসনে দেশে আজ সর্বগ্রাসী অরাজক অবস্থা, কোথাও কোন শৃঙ্খলা নেই। সরকারদলীয় নেতাকর্মীরা যে যার মতো করে মনের সুখে দুর্নীতি, দখল ও লুটপাট করছে। দেশের সম্পদ লুট করে তারা অন্য দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আবার সেই সম্পদ বিদেশীরাও বাজেয়াপ্ত করছে। তিনি অবিলম্বে এই দুঃশাসনের অবসানকল্পে রাজপথে আন্দোলনের আহবান জানিয়ে বলেন, এখনই উৎকৃষ্ট সময়, এই সরকারকে না হটালে এদেশের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।