ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সকল কথার জবাব অক্ষরে অক্ষরে দেয়া হবে: ফারুক
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সকল কথার জবাব অক্ষরে অক্ষরে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় ও জাতীয়তাবাদী নবীন দলের জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।
জয়নাল আবদিন ফারুক বলেন, ‘মুরাদের মতো বিষয়গুলো তৈরি করে সরকার, যাতে করে বিএনপি নেতাদেরকে ব্যস্ত রাখা যায়।’
সাবেক বিরোধী দলীয় এই চীফ হুইপ বলেন, ‘যখনই একটা দাবি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল যে বেগম জিয়ার রক্তক্ষরণ হচ্ছে, তাকে ছেড়ে দেয়া দরকার। তখনই একটা না একটা ষড়যন্ত্র তারা সৃষ্টি করলো। মুরাদের ঘটনা তারা সৃষ্টি করলো। যাতে আমরা ডাইভার্স হয়ে যাই। আমরা যাতে আর খালেদা জিয়ার কথা না বলি। আরে কোথাকার মুরাদ শুধুতো পদত্যাগ করলেই চলবে না। তাকে গ্রেফতার করা উচিত ছিল সরকারের।’
জয়নাল আবদিন ফারুক বলেন, ‘সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই শুধু কি পদত্যাগই মুরাদের জন্য যথেষ্ট? কেন তাকে গ্রেফতার করলেন না? কেন তাকে বিদেশে যেতে দেয়া হল? কেন ইমিগ্রেশন তাকে বাধা দিল না? আমরা অপেক্ষা করছি কি খবর একটু পরে আসে। অন্যথায় অক্ষরে অক্ষরে এর হিসাব নেওয়া হবে।’
অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অপর সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য আজ পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা পাঁচজন লোকও এই পর্যন্ত গ্রেফতার হইনি, জীবন দেয়া তো দূরের কথা। তাই বলছি আর সময় নষ্ট করার মতো সময় নেই। অনতিবিলম্বে আমাদের কর্মসূচি দিতে হবে। কেননা এই সরকারের কাছে অনেকবার অনুনয়-বিনয় করেছি খালেদা জিয়ার মুক্তির জন্য। কিন্তু তারা কানে শোনে না। তারা চোখে দেখে না। তাই তাদের জন্য একমাত্র প্রতিবাদ হচ্ছে কর্মসূচি দেয়া, গণ অনশন দেয়া। আমরা প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত গণ-অনশনে বসে যাব এবং বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আদায় করে নেবো।’
জাতীয়তাবাদী নবীন দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।