বিএনপি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে, দেশের গণতন্ত্রের কথা বলে: ফখরুল

0

পুলিশের আইজি বেনজীর আহমেদসহ র‌্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘চমক’ হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এখন দেখতে চাই মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়।

তিনি বলেন, ‘আজকে একটি খবর বেরিয়েছে র‌্যাব নিয়ে- যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি হওয়ার কথা। এটি তাদের পরিণতি।’

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

ফখরুল বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করতে। আজকে প্রমাণিত হয়েছে। দেখতে চাই যারা মানবাধিকার লংঘন করছে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা, তিনি শিশু মুক্তিযোদ্ধা। তিনিও তখন মায়ের সাথে কারাগারে ছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের জনগণ বিশ্বাস করে, বিএনপির যে রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পতাকা তুলে ধরে যাচ্ছেন সেটা বাংলাদেশের জনগণের রাজনীতি। জনগণ বিএনপিকে ভালোবাসে একটিমাত্র কারণে- বিএনপি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে। বিএনপি দেশের গণতন্ত্রের কথা বলে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দল সুসংঘটিত হচ্ছে। প্রতিদিন প্রতিমুহূর্তে শত শত জিয়াউর রহমান তৈরি হচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com