বিনা উস্কানিতে পুলিশের কাপুরোষিত হামলার বিষয়ে যা বললেন আফরোজা আব্বাস
আজ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে বলেন, প্রিয় সংগ্রামী সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আশা করি-সকলেই ভাল আছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত সোমবার সকালে আমরা ফেনী জেলা মহিলা দল আয়োজিত কর্মী সম্মেলন ও ছাগলনাইয়ায় দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নিতে ফেনী পৌঁছায়। পৌঁছানোর পর থেকেই আমি নানা বাধার সম্মুক্ষিণ হতে থাকি। আমরা রাতে একটি হোটেল কক্ষে উঠি, কিন্তু রাত ১০ টা থেকে ডিবি ও থানা পুলিশ পাঁচগাছিয়া সড়কে ঐ হোটেলটি ঘিরে ফেলে আমাদের হোটেল ছেড়ে ফেনী ত্যাগ করতে বলে। এসময় আমি একজন মহিলা হয়ে এত রাতে কোথায় যাবো বলে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিনের কাছে অনুরোধ করে বলি-‘নিরাপত্তার কথা ভেবেও রাত্রে আমাকে হোটেলে থাকতে দিন’ কিন্তু কোন কথা না শুনে পুলিশ রাত ১২ টায় আমাদের হোটেল থেকে বের করে দিয়ে কক্ষ লক করে দেয়। আমার প্রতি এধরণের অমানবিক আচরণ, আমি মনে করি-সমগ্র নারী জাতিকেই অবমাননা। এরপর আমাকে ঢাকা ফেরত পাঠানোর উদ্দেশ্যে গাড়ীসহ কুমিল্লা পর্যন্ত নিয়ে আসা হয়। আমি সারারাত কুমিল্লায় দলের পরিচিত একটি বাসায় অবস্থান করে গাড়ী বদল করে পুনরায় ফেনীতে ফিরে যায়, অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে। এরমধ্যে পুলিশ খবর পেয়ে যেসব স্থানে আমার অনুষ্ঠান করার কথা ছিল সেখানে পুলিশ গিয়ে স্টেজ, ব্যানার, প্যান্ডেলসহ সবকিছু ভেঙ্গে তছনছ করে ফেলে। এভাবে চারটি স্থান পরিবর্তন করে কৌশলে অনুষ্ঠান সফল করে ঢাকায় ফিরে আসতে সক্ষম হই।
কিন্তু আমি ঢাকায় এসে জানতে পারি-ফেনীর যেসব স্থানে এবং যার যার বাসায় আশ্রয় নিয়েছিলাম প্রত্যেকটি স্থান ও বাড়ীতে আওয়ামী পেটোয়া বাহিনীসহ পুলিশ হামলা চালায়। মহিলা দলের নেত্রী ও কর্মীদের পর্যন্ত তারা লাঞ্ছিত করেছে।
এসময় তিনি আরও বলেন, মূলত: দেশনেত্রীর জন্য দোয়া মাহফিলে জনস্রোত দেখে অবৈধ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা বেসামাল হয়ে পড়ে বলেই উক্ত সন্ত্রাসী ঘটনাগুলো তারা সেখানে সংঘটিত করে। তাদের মূল টার্গেল ছিলাম আমি।
সংবাদ সম্মেলনে আফরোজা আব্বাস উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের মাধ্যমে ছাত্রলীগের হামলা ও ফেনী পুলিশের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তুলে ধরছি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশের দলীয় ক্যাডারদের ন্যায় হিংসাশ্রয়ী আচরণ। পুলিশ বিনা উস্কানিতে মহিলা দলের অনুষ্ঠান পন্ড করতে কাপুরোষিত হামলা চালিয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল বিশ্বাস করে অতীতে যেমন জনগণের সম্মিলিত শক্তির প্রবল প্রবাহে বহু অত্যাচারী নিষ্ঠুর শাসকের মসনদ ধুলোয় লুটিয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অবৈধ শাসকের মসনদও যেকোন মূহুর্তে উল্টে যাবে।