বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা মেজর হাফিজের

0

‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘Disenfrenchisement Under the Authoritarian Regime’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গত কয়েক বছরের ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’র শিকার হওয়া পরিবারের সদস্যরা আসেন। তারা তাদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন। এসময় লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হাফিজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর চলছে। দেশে কোনো স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, যুদ্ধে আহত হয়েছিলাম। আমার সঙ্গী-সাথীরা অনেকেই জীবন দিয়েছে। আমার কমান্ডার জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে আদর্শ সামনে রেখে যুদ্ধ করেছিলাম, যে লক্ষ্য অর্জনের জন্য কোটি কোটি মানুষ আত্মত্যাগ করেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা মোটেও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশে আমাদের কোনো অধিকার নেই। দুঃশাসনের মধ্যে আমরা দিন পার করছি।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আশা করি, আন্তর্জাতিক কমিউনিটি, বিশেষ করে জাতিসংঘ আমাদের দুর্বিসহ জীবনের কথা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে এবং আমরা এর প্রতিকার চাই। তাহলে আমাদের স্বাধীনতা অর্থবহ হবে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com