নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি জানিয়ে প্রচারপত্র বিলি করল শিক্ষার্থীরা
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন সোহাগী সামিয়া বলে, ‘আমরা আমাদের ১১ দফা দাবির লিফলেট নিয়ে জনগণের মাঝে যাব। এ ছাড়া লিফলেট, পোস্টার ছাপাতে যে ব্যয়, সেটি সংকুলানে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে।’
আজ বৃহস্পতিবার কর্মসূচি পালনকারীদের মধ্যে খিলগাঁও মডেল কলেজ, দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা একরামুন্নেসা উচ্চবালক বিদ্যালয়, আল ফোরকান ইংলিশ হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজ, খিলগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছিল বলে জানিয়েছে সোহাগী।
রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মো. রায়হান বলে, ‘হাফ পাস (অর্ধেক ভাড়া) অনেকে (অনেক বাস) নেয়, অনেকে নেয় না। (শিক্ষার্থী) মাইনুদ্দিন ভাই মারা যাওয়ার পর থেকেই আন্দোলনে আছি আমরা।’
এদিকে আগামীকাল শুক্রবার বিরতি দিয়ে পরশু শনিবার বেলা তিনটায় নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজের কাছে ছাত্র-শিক্ষক-শ্রমিক ও অভিভাবক সংহতি সমাবেশের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।