খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে মহিলাদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা

0

রাজধানীর নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে মহিলাদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে।

জানা যায়, মহিলাদলের নেতাকর্মীরা রাস্তায় নামতে চাইলে মিছিলটি চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশি বাধার মুখে সামনে এগোতে না পেরে সেখানে অবস্থান নিয়েই খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এর আগে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বক্তব্য রাখেন। এছাড়াও মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com