অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে হবে: গয়েশ্বর
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এ জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই। এই সরকার একটি ‘অবৈধ সরকার’। তাই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।
এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন গয়েশ্বর চন্দ্র রায়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন কবির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ।