খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মশাল মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা কলেজ ছাত্রদল মশাল মিছিল করেছে।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে মিছিলটি কাটাবন মোড় থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে সাবেক সহ-সাধারণ সম্পাদক পারভেজ খন্দকার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর জুয়েল, মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকার, সাবেক সহ-সম্পাদক মো. শরিফুল ইসলাম, এছাড়াও ছাত্রদল কর্মী মো. সুমন ইসলাম, জাহাঙ্গীর আলম আব্দুর রউফ, কামরুজ্জামান কামরুল, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসেন, মো. মামুন, নিলয় মাহমুদ প্রমুখ অংশ নেন।