খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: সালাম
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন। অবৈধ সরকার এ বিষয়টিকে আড়াল করতেই নানান ধরণের বিষয়কে সামনে নিয়ে আসছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলেরর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, আমরা আজ এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন যারা দায়িত্বশীল তারাই অন্যায় আচরণ করছে জনগণের প্রতি। যারা দেশ ও দেশের মানুষকে রক্ষার শপথ নিয়েছে তারাই ভক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের ইন্ধনে তারা আজ বেসামাল ও বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে লুটপাট, দুর্নীতি, দখল অন্যদিকে সন্ত্রাস-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগামহীন ঘোড়া জনগণের বুকে পাথরের মতো চেপে বসেছে। তথ্য-প্রতিমন্ত্রী তার আচরণ এবং কথাবার্তার মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। সংবিধান লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে অবিলম্বে মামলা করতে হবে। আজকে শুধুমাত্র তার পদত্যাগে সুরাহা হবে না, সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের মুক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ প্রতিহিংসার জালে বন্দী, চিকিৎসাধীন অবস্থায় তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন-এই অবস্থা চলতে দেয়া যায় না। দেশনেত্রীকে মুক্ত করতে পারলেই দেশ ও গণতন্ত্রের মুক্তি আসবে।
আজ মঙ্গলবাল লালবাগ থানাধীন ২৩ ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জনাব আবদুস সালাম এসব কথা বলেন। ওয়ার্ড কমিটি সমূহ পূণর্গঠনের লক্ষ্যে গঠিত টীম-৫ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মনির হোসেন চেয়ারম্যান, সদস্য আনোয়ার পারভেজ বাদল, হাজী শহিদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মীসভার জন্য নির্ধারিত স্থানে স্থানীয় আওয়ামী উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বাধার মুখেও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক জনাব আবদুস সালাম।
তিনি বলেন, এধরণের বাধা প্রদান সত্বেও বিএনপি নেতাকর্মীরা ভীত না হয়ে সাহসিকতার সাথে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবে।