খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃষ্টিতে ভিজে রিজভীর মিছিল

0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিও জানান তারা।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বখাটে ও বেয়াদব দিয়ে কেবিনেট (মন্ত্রিসভা) চালাচ্ছেন। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আমিনুল ইসলাম, আকরামুল হাসান, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য মাহাবুব আলম শিকদার, ঢাকা জেলার আহ্বায়ক মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, রুহুল আমিন, তানভীর মোহাম্মদ সেন্টু, মো. হারুন অর রশিদ, আবদুর রাজ্জাক ফরাজী, পারভেজ হাজারী, আরিফ হোসেন অপু, নারায়নগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এইচ এম হোসেন, মীর আলী, সবুজ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাজী জিয়াউদ্দিন বাসেত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ডা. মুরাদ হাসানের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের গোলাম মাওলা শাহিন, খন্দকার এনামুল হক এনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে লাঠিপেটা করে। তবে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com