তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি ও জিয়া পরিবারের বিবৃতি
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার। রবিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিএনপির ভেরিফাইড ও গবেষণা সেল পরিচালিত পেজে পৃথক-পৃথক স্ট্যাটাসে ‘বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য’ শিরোনামে অবস্থান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২ ডিসেম্বর জিয়া পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রশ্ন করেন নাহিদ রাইন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনী সম্পর্কে তার মন্তব্যে জাতি স্তম্ভিত। তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মন্তব্য নারীবিদ্বেষী ও বর্ণবাদী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছে। বিএনপি ও জিয়া পরিবার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’
বক্তব্যে উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এইরকম ভাষা ও মন-মানসিকতা শিষ্টাচার বহির্ভূত। সরকারের একজন মন্ত্রীর কাছে এমন আচরণ জাতির কাম্য নয়। নিজেদেরকে উপরে উঠাতে গিয়ে অন্যকে নিচু দেখানোর প্রচেষ্টা নিন্দনীয় ও ন্যক্কারজনক।’
বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য, ‘আমরা চাই, মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণহীন, অসত্য ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করেন।’