নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর নাসিম খাঁনকে (৫০) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার একডালা এলাকার বনলতা ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বনলতা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল তুলে বেরিয়ে আসেন নাসিম খাঁন। এরপর ফিলিং স্টেশনের অদূরে ১০ থেকে ১২ জন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। লোহার ইট, রড, পাইপ, বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধরের পর রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যান। এতে তিনি মাথা ও মুখে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নাসিম খাঁনের স্ত্রী সুলতানা পারভীন কাজল বলেন, আমার স্বামী রাজনীতি করেন। এটাই তার অপরাধ। এ কারণে তাকে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। এখন তাকে মেরে ফেলারও চেষ্টা করা হচ্ছে। এখনো তার জ্ঞান ফেরেনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, হামলার সঠিক কারণ জানা যায়নি। হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে।