খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল
অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই ঢাকা বিভিন্ন কলেজ ও ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা ও বাড়তে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জায়গা না পেয়ে সেগুন বাগিচা বার্ডেম হাসপাতালের সামনে বসে পড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় মানববন্ধনে সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমান, ড.আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন এ্যানী, সুলতান সালাউদ্দীন টুকু, মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম খান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আকরামুল হাসান মিন্টু, মামুন হাসান প্রমুখ উপস্থিত রয়েছেন।