ঢাবি ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ধিত কমিটি অনুমোদন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
এদের মধ্যে ১৯ জন যুগ্ম আহ্ববায়ক—
>> আশরাফুল ইসলাম খান আনিক(অমর একুশে হল),সাফি ইসলাম(মাস্টারদা সূর্যসেন হল), রিয়াদ উর রহমান(জহুরুল হক হল), আবু সুফিয়ান(মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), শিপন বিশ্বাস(এস এম হল), আরিফ হোসেন (হাসান আল আরিফ)(কবি জসীমউদ্দীন হল), মোঃ আরিফুল ইসলাম আরিফ(মাস্টারদা সূর্যসেন হল), মশিউর রহমান মামুন(মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), মোঃ জিহাদুল ইসলাম রঞ্জু(মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), লিটন এ আর খান(মুজিব হল), আনোয়ার হোসেন(মাস্টারদা সূর্যসেন হল), মোঃ হাসান(হাজী মুহম্মদ মহসিন হল), মোস্তাফিজুর রহমান রুবেল( মুজিব হল), সাবিত হাসনাইন(কবি জসীমউদ্দীন হল), বায়েজিদ হোসাইন(মুজিব হল), মশিউর রহমান(মুজিব হল), মহাব্বত আলী জয়(এ এফ রহমান হল), ফারুক হোসেন(এ এফ রহমান হল), এনায়েত উল্লাহ শরীফ(মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল) এবং
১৩ জন সদস্য —
>> মোঃ ইউনুস পিটু(মাস্টারদা সূর্যসেন হল), আরিফুল ইসলাম আরিফ (ফজলুল হক মুসলিম হল), ফারহান মোঃ আরিফুর রহমান(মুজিব হল), নাকিবুল ইসলাম চৌধুরী(মুজিব হল), মাসুদুর রহমান বাবু(এ এফ রহমান হল), মোঃ নাছির উদ্দিন মঞ্জু(হাজী মুহম্মদ মহসিন হল), দ্বীন ইসলাম(মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), মোহাম্মদ শামীম আখতার শুভ(মাস্টারদা সূর্যসেন হল), মোঃ হাবিবুর রহমান আসিফ(ফজলুল হক মুসলিম হল), মাহমুদুল হক মুন্না(এস এম হল), মোঃ শাহাদাত হোসেন (ফজলুল হক মুসলিম হল), মোঃ শাহিনুর ইসলাম শাহিন(মাস্টারদা সূর্যসেন হল), তৌহিদুর রহমান তাজ(কবি জসীমউদ্দীন হল)।