নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ

0

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি মানববন্ধন করতে দেয়নি পুলিশ।আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধনে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
বাধার মুখে কয়েকজন শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। তবে নিরাপদ সড়কের দাবিতে তারা নতুন করে আবারও মাঠে নামতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তারা। মানববন্ধনে বাধা দিতে গিয়ে পুলিশ খারাপ আচরণ করেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাস চাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলায় অনেক শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে।

এদিকে পুলিশ বলছে, আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করতে পারে। এমন তথ্য পেয়েই তারা শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। কেউ যেন আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বলেও জানায় পুলিশ।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে সপ্তাহখানেক ধরে রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে প্রথমে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। এরইমধ্যে গত ২৪শে নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার পর তা নিরাপদ সড়ক আন্দোলনে রূপ নেয়। এরপর গত সোমবার রাতে রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন ইসলাম নামের আরেক শিক্ষার্থীর মৃত্যুতে ৯ দফা আন্দোলন নিয়ে আরো বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com