কীভাবে সাজাবেন নতুন বছর
‘সত্যিকার অর্থে নতুন দিন বলতে কোনো কথা নেই। তবে সময়ের হিসাবে বারো মাসকে একটি বছরের বন্ধনীতে আবদ্ধ করে মানুষ। সে ধারাবাহিকতায় ২০১৯ সালকে বিদায় দিয়ে সামনে এলো ২০২০।
এটাকে অনেকেই ‘ডাবল টুয়েন্টি’ বলেও আখ্যা দিয়েছেন। নতুন বছরে কীভাবে নিজেদের সাজাচ্ছেন শোবিজাঙ্গনের তারকারা? কয়েকজন তারকার নতুন বছরের প্রত্যাশার পারদ নিয়ে আজকের এ প্রতিবেদন।
এখন কাজকেই গুরুত্ব দিচ্ছি বেশি : শাকিব খান
ঢাকাই ছবির এ মুহূর্তের সেরা নায়ক শাকিব খান। নতুন বছরে তার অভিনীত তিনটি ছবি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এ বছরের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন বছর নিয়ে আমি ভাবি না, এ নিয়ে প্রস্তুতিরও কিছু নেই। অভিনয় আমার পেশা। নিয়মিত কাজ করছি। হাতে যে ছবি আছে তা ২০২০ সালেই শেষ হবে না। তাই কাজ করছি দর্শক চাহিদা বিবেচনা করে। তাদের আরও ভালো কিছু দিয়ে চলচ্চিত্রটাকে আরও ওপরে নিয়ে যেতে চাই। নতুন বছরের শুভেচ্ছা সব শ্রেণির মানুষের প্রতি।’
ব্যস্ততার মধ্যেই কাটবে বছর : মৌসুমী
গেল বছরটি চিত্রনায়িকা মৌসুমীর জন্য ছিল আনন্দ-বেদনার। তিনি বলেন, ‘গত বছরটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভালো মন্দ মিলিয়ে বছরটি উপভোগ করেছি। অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। অনেককে হারিয়েছিও। নতুন ছবিও পেয়েছি। নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করতে চাই। দর্শকদের সামনে নতুন হয়ে থাকতে চাই। কয়েকটি ছবির শুটিং শেষ হয়েছে। ডিপজল ভাইয়ের একটি ছবি মুক্তি পাবে বছরের শুরুতে। আরও কয়েকটি ছবিও ধারাবাহিকভাবে মুক্তি পাবে। ব্যস্ততার মধ্যে বছরটি সাজাচ্ছি।’
২০২০ চ্যালেঞ্জের বছর : পপি
নতুন বছরে নিজেকে ভিন্নরূপে উপস্থিত করতে ইচ্ছুক চিত্রনায়িকা পপি। তিনি বলেন, ‘ভালোই কেটেছে ২০১৯। তবে খুব ভালো বলা যাবে না। কিছু ঝুট-ঝামেলা তো ছিলই। তবে ২০২০ সাল ভিন্ন রকম কাটাতে চাই। সে জন্য প্রস্তুতিও চলছে। হাতে কয়েকটি ছবি আছে। এর মধ্যে কয়েকটি মুক্তির অপেক্ষায় আছে। যেগুলোয় আমাকে নতুনভাবে দেখবেন দর্শক। নাটক ও ওয়েব সিরিজেও দর্শক আমাকে পাবেন। বছরটি নিয়ে আমার ভিন্ন রকম ভাবনা আছে এবং সেভাবে আশা করছি কেটে যাবে পুরো বছর।
নতুন কিছু নিয়ে উপস্থিত হব : বিদ্যা সিনহা মিম
চলতি বছর নতুন কিছু নিয়ে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘চলে গেল একটি বছর। ব্যস্ততার মধ্যেই ছিলাম তাই বুঝতে পারিনি। নতুন বছরও চলে এসেছে। এ বছর নতুন কিছু করার পরিকল্পনা আছে।
সব সময়ই নতুন কিছু দিতে চাই দর্শকদের। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও দর্শক আমাকে দেখতে পাবেন। মিউজিক ভিডিওতেও গত বছর কাজ করেছি। এবারও করার ইচ্ছা আছে। মূলকথা এ বছর নিজেকে অন্যভাবে সাজাতে চাই। নতুন গল্পে নিজেকে উপস্থাপন করতে চাই। আমার ভক্তদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা।’
নতুন বছর আরও ভালো করার চেষ্টা থাকবে : মাহিয়া মাহি
নতুন বছরে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘নতুন বছর নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। সেভাবেই কাজ করছি। হাতে কয়েকটি ছবির কাজ আছে। যেগুলো আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া। এগুলোয় নিয়ম মাফিক কাজ করব। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আছি। এ মাধ্যমে সময় দিলেও চলতি বছর অভিনয়কে প্রাধান্য দেব বেশি। আশা করছি আগামী দিনগুলো ভালো কাটবে।’
অভিনয় নিয়েই ব্যস্ত থাকব : ববি
চলতি বছর অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান ববি। তিনি বলেন, ‘গত বছর আমার মন্দ আর ভালোতে কেটেছে। মন্দ কথাটি আগে বলেছি কারণ গত বছর আমার বাবা মারা যান। আমি বেশ কয়েকবার অসুস্থ হই। অন্যদিকে ভালোও কেটেছে। গত বছরের বিগবাজেট এবং ব্যবসা সফল দ্বিতীয় ছবিটি ছিল আমার।
সব মিলিয়ে খুব খারাপও যায়নি। নতুন বছরটি নতুনভাবে সাজাতে চাই। পুরো বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চাই। সে জন্য হাতে কাজও আছে। কয়েকটি ছবি মুক্তি পাবে আমার। একটি ছবি নিজের প্রোডাকশন হাউস থেকে তৈরি করব। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছি। আশা করছি ভালো যাবে এ বছর।’
নতুন বছরে নতুন আমাকে দেখতে চাই : মোশাররফ করিম
নতুন বছরে নিজেকে ভিন্নরূপে দেখতে চান জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, ‘নতুন বছর কীভাবে নিজেকে সাজাব এটি বুঝি না। অভিনয় করছি নতুন নতুন গল্পে। আমাকে নতুন করে দেখতে চাই। নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছি। গল্প প্রাধান্য দিয়ে কাজ করছি। কাজের চেয়ে বেশি শিখছি। সময় পেলে বই পড়ি। নিজেকে বারবার ভিন্নভাবে দেখতে চাই, তারপর দর্শকদের দেখাতে চাই। এ বছরও তাই হবে। ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই।’
ভালোবাসার বন্ধনে থাকতে চাই নতুন বছরে : চঞ্চল চৌধুরী
মানুষের ভালো থাকাতেই চঞ্চল চৌধুরীর আনন্দ। তাই নতুন বছরটিও মানুষের ভালোবাসার মধ্যেই কাটাতে চান এ অভিনেতা। তিনি বলেন, ‘আমার প্রত্যাশার সবটুকুই নাটক আর সিনেমা নিয়ে। এ অঙ্গনের যে ক্রান্তিকাল আমরা পার করছি, আশা করি সামনের বছরগুলোয় তা কেটে যাবে। যোগ্য মানুষগুলো সততার সঙ্গে কাজ করে আমাদের নাটক সিনেমাকে এগিয়ে নিয়ে যাবেন- নতুন বছরের প্রত্যাশা এটুকুই। এ বছর আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাবে, সেটা নিয়েও ভালো কিছু প্রত্যাশা করি।’
আশা করছি নতুন বছর সুন্দর কাটবে : জেমস
নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়েই কাজ শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তিনি বলেন, ‘বছরের হিসাব নিয়ে দিন পার করি না। গানের ভেতর নিজেকে রাখি। অবসরে বই পড়ি। এভাবেই দিন চলে যায়। দিনের হিসাব করি না বলেই হয়তো কীভাবে ২০১৯ চলে গেল বুঝতে পারলাম না। নতুন বছরকে স্বাগত জানাই। আমার ভক্ত শ্রোতাদের ভালোবাসা জানাই। আমার টানা শোতে অংশগ্রহণ করতে হচ্ছে। মার্চ-এপ্রিল পর্যন্ত টানা শো থাকবে দেশে। তারপর অন্যান্য চিন্তা। দর্শক শ্রোতারা গানে গানে মেতে থাকবে পুরো বছর।’
চলতি বছর অনেক ইসলামিক গান করব : আসিফ
নতুন বছরে একাধিক ইসলামিক গান করতে ইচ্ছুক জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেন, ‘আমি নতুনের পক্ষে। নতুন কিছু দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ভালা লাগে। এবারও নতুন অনেক কিছু পাবে আমার ভক্তরা। গত বছর ১৩০টি গান করব বলে ঘোষণা দিয়েছিলাম। সে কথা রেখেছি। নতুন বছর নতুন আরও গান করব। ইসলামিক গানের প্রতি এখন ঝোঁক বেশি। এ বছর অন্য গানের চেয়ে ইসলামিক গান বেশি করব। সবার কাছে দোয়া চাই।’
এ বছর শ্রোতা-দর্শকদের চমক দেখাব : আঁখি আলমগীর
নতুন বছর নতুন চমক নিয়েই শ্রোতাদের সামনে হাজির হবেন আঁখি আলমগীর। তিনি বলেন, ‘গত বছর ভালো মন্দ মিলিয়ে শেষ হল। নতুন বছরে নতুন গান গাইব অনেকগুলো। স্টেজ শো নিয়ে দেশ ও দেশের বাইরে থাকতে হচ্ছে। টানা শো চলবে তিন চার মাস। নতুন গানের প্রস্তুতিও আছে। আমার শ্রোতা-দর্শকদের চমক দেখাব এ বছর।’
নতুন আমাকে খুঁজে পাবেন দর্শক : জাকিয়া বারী মম
নতুন বছরে নিজেকে নতুনরূপে হাজির করতে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘নতুন বছর এসেছে তাকে সাদরে গ্রহণ করে নিয়েছি। ইচ্ছা আছে নতুন এবং ভিন্ন কিছু কাজ করার। সব সময়ই এ চেষ্টা থাকে। আশা করি নতুন বছরে নতুন মমকে খুঁজে পাবেন দর্শক।’